হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মুসনাদে আহমাদ, আল মুস্তাদরাক-হাকেম, দালায়িলুন নব্যুওয়াত, আল ইহ্সান- ইবনে হাববান পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ آذَي عَلِيّاً فَقَدْ آذَانِي.
যে ব্যক্তি আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়।
(মুসনাদে আহমাদ ৩:৪৮৩, আল মুস্তাদরাক-হাকেম ৩:১২২, দালায়িলুন নব্যুওয়াত ৫:৩৯৫, আল ইহ্সান- ইবনে হাববান ৯:৩৯/৬৮৮৪)